Logo

কাল থেকে শুরু আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং সিজন-২

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৫, ০৪:০৮
33Shares
কাল থেকে শুরু আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং সিজন-২
ছবি: সংগৃহীত

‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের, অনুপ্রাণিত করতে চাই’ বলেন আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার

বিজ্ঞাপন

‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২” কাল থেকে টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ বিগপ্তিতে এ তথ্য জানায় আকিজ বশির গ্রুপ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে, এবং একই সাথে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, ‘আর্ট অব প্লেটিং: সিজন- ২’ হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে ।

বিজ্ঞাপন

‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের, অনুপ্রাণিত করতে চাই’ বলেন আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা  ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লাখ টাকার পুরস্কার,প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় ৩ লাখ টাকা, চতুর্থ-পঞ্চম ১ লাখ টাকা সাথে থাকবে সার্টিফিকেট ও স্বীকৃতি। 

বিজ্ঞাপন

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD