এখন বেশি ভালো লাগে মানুষকে ইসলামের শিক্ষা দিতে: লুবাবা

বেশকিছু দিন ধরেই নিজেকে সে ইসলামের ছায়াতলে এনেছে
বিজ্ঞাপন
শোবিজ অঙ্গনের চাকচিক্য ছেড়ে এবার ধর্মের পথে হাঁটছে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। বেশকিছু দিন ধরেই নিজেকে সে ইসলামের ছায়াতলে এনেছে। এর পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও কাজ করছে সে; ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে প্রতিনিয়ত।
অনেকদিন ধরেই বিভিন্ন আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম ছিল লুবাবা। নেটজনতার কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব আলোচনা থেকে সরে আসে অধিকাংশই। এছাড়াও ইসলামিক চালচলনের মাঝে থাকায় নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে। সম্প্রতি লুবাবা জানিয়েছে, এখন সে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি আলোচিত অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী শবনম বুবলীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে, আর আমি নিজেও শিখছি।’
ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখে, ‘অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বলা বাহুল্য, ইসলামের সুশীতল ছায়াতলে নিজেকে নেওয়ার পর লুবাবার প্রশংসায় করছেন অনেকেই। বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে পরকালের কথা শোনায় সে; সঙ্গে সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানায়।
এমএল/








