Logo

ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা: জাহ্নবী

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৫, ০২:১৭
71Shares
ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা: জাহ্নবী
ছবি: সংগৃহীত

তা পুরুষরা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত

বিজ্ঞাপন

নারীদের জন্য ঋতুস্রাবের যন্ত্রণা অনেক কষ্টকর। তবে সেই যন্ত্রণা নিয়ে পুরুষদের অনেকেই সংশয় প্রকাশ করেন। যে কারণে নারীরাও দাবি করেন, জীবনে একবার এই যন্ত্রণা সহ্য করলে, পুরুষরা হাড়ে হাড়ে টের পেতেন। এই তর্ক-বিতর্কের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুস্রাবের ব্যাথা নিয়ে পুরুষদের একহাত নিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ঋতুস্রাবের সময় বহু মহিলার মেজাজই বিগড়ে থাকে। সেকথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, “যদি আমি কোনও কথা বলতে চাই বা তর্ক করি তাহলে অনেক পুরুষই জানতে চান, এটা কি মাসের সেই সময়? যদি সত্যি কোনও পুরুষ মহিলাদের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে এই প্রশ্ন করা উচিত নয়। তার বলা উচিত, এটা কি মাসের সেই সময়? আপনার কিছুটা সময়ের প্রয়োজন? আমাদের হরমোন সবসময় নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে যন্ত্রণা সহ্য করি, তা পুরুষরা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।” 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোর চর্চা শুরু হয়েছে। অধিকাংশ নারী তার পাশে দাঁড়িয়েছেন। যদিও পুরুষেরা জাহ্নবীর এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা দিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেছে। বিভিন্ন কারণে জাহ্নবী খবরে থাকলেও, তার সিনেমার ক্যারিয়ার এখনও বেশ টলমলে। গত বছর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলঝা’, ‘দেভারা: পার্ট ১’ মুক্তি পেয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নায়িকা বর্তমানে ‘তুলসী কুমারী’ নিয়ে ব্যস্ত। চলতি বছর ছবি মুক্তির কথা। এরপর তেলেগু সিনেমা ‘পেড্ডি’তে কাজ করার কথা তার। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৭ মার্চ ছবি মুক্তির কথা রযেছে। আসন্ন ছবিগুলো জাহ্নবীর ভাগ্য ফেরাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। 

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD