Logo

কাশ্মিরের ঘটনা ভুলতে পারছেনা হিনা খান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৫, ০৩:১৫
41Shares
কাশ্মিরের ঘটনা ভুলতে পারছেনা হিনা খান
ছবি: সংগৃহীত

যারা এটা করেছে তারা যে ধর্মেরই হোক না কেন, তারা মানুষ নন। আমাদের সকলকে এই সময় একজোট হয়ে থাকতে হবে।’

বিজ্ঞাপন

পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার বলিউডের তারকারা। এই ঘটনাকে এবার ‘লজ্জা’ বলে উল্লেখ করেছেন ভারতের অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

  

বিজ্ঞাপন

তিনি লিখেন, ‘আমাদের সকলের জন্য এটা অত্যন্ত অন্ধকার একটা দিন। নিন্দার কোনও ভাষা নেই। তবে বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। সেটা কোনও ভাবেই এড়িয়ে যাওয়া যায় না।’ 

বিজ্ঞাপন

পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। একজন ভারতীয় হিসেবে আমি মর্মাহত। মুসলিম হিসেবে দুঃখিত। পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি না। আমি মানসিক ভাবে খুব কষ্ট পাচ্ছি।’

তবে এই যন্ত্রণা তার শুধু একার নয়। সমস্ত ভারতীয়দের যন্ত্রণা বলে উল্লেখ করেছেন হিনা। হিনার কথায়, ‘সকল নিহতের পরিবারকে ঈশ্বর শক্তি দিক। যারা এটা করেছে তারা যে ধর্মেরই হোক না কেন, তারা মানুষ নন। আমাদের সকলকে এই সময় একজোট হয়ে থাকতে হবে।’ 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা যারা ভারতকে আমাদের বাড়ি বা মাতৃভূমি বলি, যদি তারাই একে অপরের সঙ্গে লড়াই শুরু করি, তা হলে আমরা বিভক্ত হয়ে যাব, এটাই স্বাভাবিক। ভারতীয় হিসেবে আমাদের এটা হতে দেওয়া উচিত নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

বিজ্ঞাপন

ভারত দাবি করে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD