Logo

অপু, নুসরাত-জায়েদসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৫, ০৬:৪০
56Shares
অপু, নুসরাত-জায়েদসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক।

বিজ্ঞাপন

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীদের।

বিজ্ঞাপন

এছাড়া আসামি করা হয়েছে চিত্রনায়িকা অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমকেও।

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD