ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ না ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে অভিমন্যু (ঝিনুক) ও তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে আলাপ করেছেন।
মাত্র ১৬ বছরের ব্যবধানের কারণে ছেলে ও তার বন্ধুদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে।
দীর্ঘ ১০ বছর পর পূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর অভিনীত ‘দেবী চৌধুরাণী’। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ বলে ডাকে না, ওদের কাছে আমি ‘দিদি’।”
বিজ্ঞাপন
শ্রাবন্তী আরও বলেন, “ছেলে ও তার বন্ধুদের সঙ্গে মিশলে নতুন প্রজন্মের ভাষা ও সচেতনতা বুঝতে সহজ হয়। কাজের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা যদি ভালো না হয়, পরবর্তী কাজের দিকে মনোযোগ দিন, অন্য কোনো বিষয়ে মন খারাপ করবেন না।”
তিনি জানান, ছেলে সামাজিক মাধ্যমে খুব কম সময় কাটায়—ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে শুধু মজার ভিডিও দেখে।
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাস-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং অভিমন্যু-র জন্ম হয়। পরে কৃষাণ ভিরাজ ও রোশানের সঙ্গে বিবাহ হলেও সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন