লিবিয়ায় মানবপাচার চক্রের গুহায় অভিযান, ২৫ বাংলাদেশি আটক

লিবিয়ার মিসরাতায় মানবপাচারের সঙ্গে যুক্ত একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স।
এই অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর দাফনিয়া এলাকায়, ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘাঁটিটি মূলত অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরি এবং মানবপাচারের কাজে ব্যবহার হতো। অভিযানকালে অবৈধ নৌকা, নিষিদ্ধ সামগ্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।
আটককৃতদের এবং জব্দকৃত সামগ্রীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
লিবিয়া দীর্ঘদিন ধরেই সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে পাচারকারীরা বিপজ্জনক নৌকা যাত্রার মাধ্যমে মানুষের জীবনের ঝুঁকি সৃষ্টি করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন