Logo

ভারত বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙার শীর্ষে ওঠার প্রস্তুতি নিচ্ছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৬
16Shares
ভারত বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙার শীর্ষে ওঠার প্রস্তুতি নিচ্ছে
ছবি: সংগৃহীত

নতুন পরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের শীর্ষস্থান দখল করতে চায় ভারত। দেশটি ২০২৬ সাল থেকে শুরু করে পরবর্তী দশ বছরের জন্য জাহাজ ভাঙা খাতে বড় অঙ্কের প্রণোদনা চালু করতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র সরকার ৪০ বিলিয়ন রুপি (৪ হাজার কোটি) প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রণোদনার আওতায়, জাহাজ মালিকরা পুরোনো জাহাজ ভারতে নিয়ে এলে স্ক্র্যাপ মূল্যের ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। নোটগুলো তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এবং দেশে নির্মিত জাহাজ কেনার জন্য ব্যবহার করা যাবে। মালিকরা চাইলে একাধিক নোট একত্রিত করতে বা বিক্রি করতে পারবেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ভাঙা জাহাজের এক-তৃতীয়াংশ ভারতের ভাগে এসেছে, যেখানে বাংলাদেশ এককভাবে ৪৬ শতাংশ দখল করেছে। তবে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় ও প্রেস ইনফরমেশন ব্যুরো প্রণোদনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত পশ্চিম উপকূলে অবস্থিত আলাং শিপইয়ার্ডের জন্য বিখ্যাত, যা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার কেন্দ্র। ভারতের জাহাজ ভাঙার ব্যবসার ৯৮ শতাংশ এখান থেকে আসে। তবে সস্তা ও পর্যাপ্ত শ্রমিকের কারণে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের বাজারের বড় অংশ দখল করে রেখেছে।

বিজ্ঞাপন

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ভারত ব্যবসা বাংলাদেশ থেকে সরিয়ে আনতে পূর্ব উপকূলে নতুন একটি জাহাজ ভাঙার ঘাঁটি তৈরির পরিকল্পনাও করছে।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চলতি মাসেই ২৫০ বিলিয়ন রুপি সমপরিমাণ সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদন করতে যাচ্ছে। তহবিলের লক্ষ্য দেশীয় জাহাজ নির্মাণকে উৎসাহিত করা এবং বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কমানো।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD