মন্দিরের পাশেই প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ!

ভারতের ওড়িশায় ঘটে গেছে ন্যাক্কারজনক এক ঘটনা। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী।
এ ঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরেক আসামি এখনো পলাতক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
আরও পড়ুন: লিবিয়ায় মানবপাচার চক্রের গুহায় অভিযান, ২৫ বাংলাদেশি আটক
বিজ্ঞাপন
প্রতিবেদনে জানা যায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) তরুণী তার প্রেমিককে নিয়ে পুরী জেলার বালিহারচণ্ডী মন্দির এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার দিকে মন্দিরের পাশেই বসে ছিলেন তারা। হঠাৎ স্থানীয় কয়েকজন বখাটে এসে তাদের ভিডিও করতে শুরু করে এবং ভিডিও মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করে।
তরুণ-তরুণী টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দলের দুই ব্যক্তি মেয়েটিকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অন্যরা প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে যাতে সে সাহায্য চাইতে না পারে।
এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও সাহস করে সোমবার সন্ধ্যায় থানায় গিয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারত বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙার শীর্ষে ওঠার প্রস্তুতি নিচ্ছে
কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীটিকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে।
পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি এখনও পলাতক আছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন