Logo

ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় যমজ শিশুসহ নিহত আরও ৫১

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩
10Shares
ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় যমজ শিশুসহ নিহত আরও ৫১
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশু এবং একজন সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলের এই অব্যাহত আগ্রাসনে গাজা শহরের বহু বাসিন্দা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে ইসারায়েল। এই তীব্র হামলার কারণে বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লিখেছেন, সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে। তবে ভবনটি হামাসের ব্যবহৃত ছিল কি না, এমন প্রমাণ তিনি দেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৬৪,৯০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD