Logo

মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৪৭
16Shares
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

এক প্রতিবেদনে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) মস্কোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে যাত্রা করে একটি বিমান। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুশরেকাও সেই বিমানে ছিলেন। উড়োজাহাজটি ছিল একটি ভিয়েতনামিজ বিমান পরিষেবা সংস্থার।

যাত্রা শুরুর তিন ঘণ্টা পর ৫০ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। উড়োজাহাজ ক্রুরা যখন সেই যাত্রীকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন, সে সময় এগিয়ে আসেন ৫৮ বছর বয়সী মিখাইল মুরাশকো।

বিজ্ঞাপন

অসুস্থ ওই যাত্রী ছিলেন উচ্চ রক্তচাপের রোগী। বিমানটিতে থাকা ওষুধপত্র দিয়েই প্রাথমিক চিকিৎসা সেবা দেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ওই রোগীকে মানসিকভাবে চাঙাও রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তার চিকিৎসার একটি ভিডিও পোস্টও করা হয়েছে।

প্রসঙ্গত মিখাইল মুরাশকো একজন প্রশিক্ষিত চিকিৎসক। রাশিয়ার সেভের্দলোভস্ক স্টেট মেডিকেল বিশ্ববিধ্যায় থেকে ডিগ্রি নেয়ার পর দীর্ঘদিন পেশাদার চিকিৎসক ছিলেন মুরাশকো। ২০১৩ সালে তিনি সরকারি স্বাস্থ্যসেবা ওয়াচডগ সংস্থা রোসদারভেনাদজোরের প্রধান ছিলেন। ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদে আছেন।

যাত্রীকে বাঁচানোর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ‘শট’। সেই ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাত ধরে আশ্বস্ত করছেন এবং বারবার চেষ্টা করছেন তাকে সোজা হয়ে বসাতে। কেবিনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও মন্ত্রীর এই উদ্যোগ দেখে স্বস্তি পান।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত মুরাশকোর তৎপরতায় যাত্রী অনেকটাই স্বাভাবিক হন। তিনি কোনো জটিলতা ছাড়াই বাকি ফ্লাইট সম্পন্ন করেন। হ্যানয়ে পৌঁছানোর পর ওই যাত্রীর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি, তিনি নিজেই হেঁটে বিমান থেকে নেমে যান।

ঘটনার পর রাশিয়ার সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, একজন স্বাস্থ্যমন্ত্রীর এমন পদক্ষেপ দেশবাসীর আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। আবার অনেকেই বলেছেন, এটি মন্ত্রীর ‘মানবিক নেতৃত্বের’ বাস্তব উদাহরণ। সূত্র: আরটি

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD