নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা দায়ের করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা দায়ের করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমটি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে এবং ডেমোক্র্যাটিক পার্টির স্বার্থে কাজ করছে।
ট্রাম্প সোমবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার কুৎসা রটাচ্ছে এবং অপবাদ ছড়াচ্ছে। এবার সময় এসেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার।”
ফ্লোরিডার ফেডারেল আদালতে তার আইনজীবী দল মঙ্গলবার মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে নিউজমাধ্যমটিকে ‘মিথ্যা, ক্ষতিকর ও অবমাননাকর’ তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন