মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন কণ্ঠশিল্পী জুবিন গর্গ

ভারতের সংগীত জগতে নেমে এসেছে শোক। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
বিজ্ঞাপন
উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনি তিনদিনব্যাপী “নর্থ ইস্ট ফেস্টিভ্যালে” অংশ নিতে সিঙ্গাপুরে যান। উৎসবটির সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। উদ্বোধনী দিনে মঞ্চে ওঠার আগেই ঘটে এ দুর্ঘটনা। দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হয়।
মৃত্যুর মাত্র একদিন আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে জুবিন ভক্তদের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, এখানে থাকবে আসামের কৃষিপণ্য, কারুশিল্প ও চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, রক ব্যান্ড ও র্যাপ সংগীতের পরিবেশনা।
বিজ্ঞাপন
তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকার। বিশেষ করে ২০ সেপ্টেম্বরের তার ব্যক্তিগত পারফরম্যান্স হবে মূল আকর্ষণ। ভিডিও বার্তার শেষে লিখেছিলেন— “এসে আমাদের সমর্থন করুন, চিয়ার্স!”
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম নেন জুবিন গর্গ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তাকে “রাজপুত্র” বলে আখ্যায়িত করা হয়। পড়াশোনা শেষ করেন তামুলপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও বি. বরোয়াহ কলেজ থেকে।
বিজ্ঞাপন
দীর্ঘ সংগীত জীবনে টলিউড ও বলিউডে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। বিশেষভাবে আলোচিত হয় ইমরান হাশমি অভিনীত গ্যাংস্টার ছবির গান “ইয়া আলি”।
২০১১ সালে শিকাগোর ‘আসাম কনভেনশন’-এ বর্ষসেরা অতিথি শিল্পী সম্মাননা পান তিনি। আর ২০২৪ সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি লাভ করেন।
তার হঠাৎ চলে যাওয়া সংগীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইলো।