Logo

হঠাৎ গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৫
9Shares
হঠাৎ গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান দীর্ঘ আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়ে আসছেন। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। তবে হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। এ বিষয়ে ভক্তদের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান দীর্ঘ আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়ে আসছেন। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। তবে হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। এ বিষয়ে ভক্তদের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে তিনি ভক্তদের সামনে হঠাৎ ঘোষণা দেন, “অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। ধীরে ধীরে সংগীতজীবনের ইতি টানব। এটা স্বাভাবিক। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন মঞ্চে দাঁড়িয়ে গান করা অন্যরকম অনুভূতি।”

ঘটনা শুনে দর্শকরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি, অনেকেই চোখের জল মুছতে থাকেন। এরপরও তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। পরের দিন তিনি সংক্ষেপে বলেন, “একটা সাধারণ জীবনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।”

বিজ্ঞাপন

পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টে হাজারো দর্শক মুগ্ধ হয়েছেন। প্রতিটি শহরে ভিড় প্রমাণ করেছে তার জনপ্রিয়তা এখনো অটুট।

তবে মেলবোর্ন কনসার্টে আনন্দের পাশাপাশি এই ঘোষণা ভক্তদের মন ভারী করেছে। পার্থ শহরে রয়েছে তার শেষ কনসার্ট। এরপর ধীরে ধীরে তিনি সরে দাঁড়াবেন।

তাহসান জানিয়েছেন, “মিউজিক সব সময় আমার আবেগের জায়গা। তবে বয়স, সময় এবং জীবনের অগ্রাধিকার আমাকে নতুনভাবে ভাবিয়েছে। মঞ্চে লাফিয়ে গান করা এখন আগের মতো স্বাভাবিক মনে হয় না। একজন বাবা হিসেবে দায়িত্ব বেড়ে গেছে।”

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই ঘোষণা—দুটিই ইঙ্গিত করছে, তাহসান এখন ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতে চান। বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’, যা ১৯৯৮ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু করে। পরে এতে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’, যা ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে।

এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত লিখেছেন, “আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য।” কেউ কেউ আশা প্রকাশ করেছেন, বিরতি নিয়ে তিনি আবার ফিরবেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

হঠাৎ গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান