Logo

আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ

profile picture
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১২:১৯
2Shares
আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ
ছবি: সংগৃহীত

বলিউডে বাবা-ছেলের যুগলবন্দি নতুন কিছু নয়, কিন্তু যখন সেই জুটি শাহরুখ খান ও আরিয়ান খান—তখন সেটি হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত।

বিজ্ঞাপন

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ নিয়ে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে দর্শকমহলে। আর সেই উত্তাপ আরও বেড়েছে যখন জানা গেছে, সিরিজটিতে নিজেই অভিনয় করেছেন শাহরুখ খান, আর তাঁকে পরিচালনা করেছেন তাঁরই ছেলে আরিয়ান।

সিরিজটিতে লক্ষ্য লালওয়ানি, মোনা সিং ও মনোজ পাহওয়ার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা কাজ করেছেন। তবে প্রকৃত আকর্ষণ ছিল শাহরুখ খানের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উপস্থিতি—আর সেই দৃশ্যের পেছনে ছিলেন পরিচালক হিসেবে আরিয়ান খান।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শুটিং সেটের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোতে দেখা যায়, গম্ভীর মুখে আরিয়ান তার বাবাকে দৃশ্যের নির্দেশনা দিচ্ছেন, আর শাহরুখ খান মনোযোগ দিয়ে শুনছেন। একেবারে পেশাদার পরিবেশ—যেন পরিবারের নয়, সেটের কাজ চলছে পূর্ণ মনোযোগে।

ছবিগুলো প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসায় ভেসেছে এই বাবা-ছেলের জুটি। কেউ লিখেছেন, “এই দুই প্রজন্মই বলিউডের সম্পদ।” আর কেউ কেউ মজা করে বলেছেন, “শাহরুখ খানকেও কেউ শেখায়—বিশ্বাসই হয় না!”

বিজ্ঞাপন

আরিয়ান খানের পরিচালনায় প্রথম কাজেই এমন প্রশংসা পাওয়া নিঃসন্দেহে তাঁর জন্য বড় অর্জন। অন্যদিকে শাহরুখ খানও থেমে নেই—এবার তিনি মেয়েকে নিয়ে হাজির হচ্ছেন বড় পর্দায়। সুহানা খানকে সঙ্গে নিয়ে শিগগিরই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি ‘কিং’।

বাবা-ছেলে-আর এখন মেয়ে—সবাই বলিউডে, যেন খান পরিবারের রাজত্ব নতুন অধ্যায়ে পা রাখছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD