হিউস্টনে হাসপাতালে ভর্তি হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে অনলাইনে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উদ্বেগ।
বিজ্ঞাপন
সোমবার (১৪ অক্টোবর) জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্বাস্থ্যের অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে থাকা হানিয়ার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে তার অসুস্থতার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। সাম্প্রতিক ছবি ও ভিডিওগুলোতেও তাকে ক্লান্ত ও ফ্যাকাশে দেখা যাচ্ছে। হানিয়া যুক্তরাষ্ট্রে এসেছিলেন একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে তার ভক্তরা এখন উদ্বিগ্ন মন্তব্যে ভরে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই লিখছেন—“হানিয়ার কী হয়েছে?” কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তার দ্রুত আরোগ্য কামনা করছেন। কিন্তু অভিনেত্রী বা তার দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আপডেট মেলেনি।
হানিয়া আমির পাকিস্তানের বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় মুখ। ‘মুঝে প্যায়ার হুয়া থা’ নাটকের এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। সামাজিক মাধ্যমে তার সক্রিয়তা ও ক্যারিশমা তাকে তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে জনপ্রিয় করেছে।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা
বিজ্ঞাপন
সম্প্রতি তিনি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতের পাঞ্জাবি সিনেমায়ও কাজ শুরু করেছেন। গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘সরদার জি ৩’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি—যা সীমান্ত পেরিয়ে দুই দেশের দর্শকের মাঝেও আগ্রহ তৈরি করেছে।
অভিনয়ের পাশাপাশি হানিয়া নিয়মিত ফটোশুট ও সোশ্যাল মিডিয়া কনটেন্টে যুক্ত থাকেন। নিজের জীবন ও কাজের নানা দিক ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই তার সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন তিনি।