Logo

দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস

profile picture
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১৫:০২
3Shares
দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস ১১ অক্টোবর তার জন্মদিন উদযাপন করেছেন একটি ভিন্ন ধাঁচে। ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও, দেশের নানা প্রান্ত থেকে ভক্ত ও সাংবাদিকরা যে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিয়েছেন, তাতে তিনি মুগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

জন্মদিনের অনুভূতি শেয়ার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু লিখেছেন, তার ভক্তরা এবং প্রিয় সাংবাদিকরা কেক কেটে তার সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ভাগ করেছেন।

তিনি বলেন, “অবিশ্বাস্য ভালোবাসা পেয়েছি। আমার জন্মদিনে সরাসরি উপস্থিত না হলেও, আপনারা যে উষ্ণতা দেখিয়েছেন, তা সত্যিই অনন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই কেক কেটে এই মুহূর্তগুলো আমার সঙ্গে ভাগ করেছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, “আজকের দিন প্রমাণ করল, দূরত্ব কখনো বন্ধনের পথে বাধা হতে পারে না। পাঠানো ছবিগুলোই আমার কৃতজ্ঞতার সবচেয়ে সুন্দর প্রতিফলন।”

শেষে অপু লিখেছেন, “আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে জানাই গভীর কৃতজ্ঞতা। এই ভালোবাসা যেন সবসময় অটুট থাকে। অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল।”

বিজ্ঞাপন

এভাবে, ভার্চুয়াল উদযাপনেও জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন অপু বিশ্বাস, যা প্রমাণ করে প্রযুক্তি ও ভালোবাসার মিলনে দূরত্ব কেবল সংখ্যা মাত্র।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD