Logo

‘বিতর্কিত’ সেই ছবি নিয়ে মুখ খুললেন সামিরা খান মাহি

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ১৩:০৮
277Shares
‘বিতর্কিত’ সেই ছবি নিয়ে মুখ খুললেন সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত সেই ছবি ও বিতর্ক নিয়ে কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়া ছবিটি নিয়ে মাহি জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।’

তিনি জানান, ছবিটি ছিল ‘ভাত লাভার’ শিরোনামের একটি নাটকের সেটে তোলা, যেটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং তার সহশিল্পী ছিলেন অভিনেতা আরশ খান।

বিজ্ঞাপন

মাহি বলেন, ‘ ‘ভাত লাভার’ একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। এবং আমি যে গ্লাসটা পরে আছি, ওটাও সকাল আহমেদের গ্লাস। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, আমার একটা ছবি তুলো তো।’

মাহির কথায়, ‘আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো।’ তো তখন চশমাটা যখন পড়ছি, আরশ আমাকে তখন বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তো আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। তখন আমি এরকম এরকম করে বিভিন্ন পোজে ছবি তুলেছি।’

বিজ্ঞাপন

বিতর্কের প্রসঙ্গে মাহি বলেন, ‘পরে দিয়ে যেটা হলো, সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD