দেবের বিতর্কিত মন্তব্য, প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন শুভশ্রী

সম্প্রতি মুক্তি পেয়েছে কলকাতার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ধূমকেতু’, যা প্রায় এক দশক পর এই জনপ্রিয় জুটির পর্দায় একসঙ্গে দেখায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমার প্রচারের সময় এক মঞ্চে এসেছিলেন দেব ও শুভশ্রী, যা দর্শকদের মনে নতুন করে আশা জাগিয়েছিল, হয়তো ভবিষ্যতে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের।
বিজ্ঞাপন
তবে চলচ্চিত্রটি মুক্তির পর দেবের একটি মন্তব্য নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়। দেব বলেছিলেন, দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই। এই মন্তব্যে দুঃখ পেয়েছেন শুভশ্রী। তাঁর মতে, এই ধরনের মন্তব্যে অনেকের অনুভূতিতে আঘাত পৌঁছাতে পারে। সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন: মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শুভশ্রী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা যে চরিত্রগুলো করছি, সেগুলো শুধু ছবিতে থাকবে না, আমাদের কথাগুলো, আমাদের মনোভাব, কীভাবে আমরা একে অপরকে ট্রিট করছি, সেগুলোও থেকে যাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি দেবের পরের ইন্টারভিউটা দেখেছিলাম। হয়তো তিনি অজান্তে তার অনুভূতি প্রকাশ করেছেন, কিন্তু এমন মন্তব্য অনেক মানুষকে কষ্ট দিতে পারে। আমি এখনও বলব, তিনি ভুল বলেছিলেন।
এই অভিনেত্রী আরও বলেন, আমরা কেউ আমাদের জুটিটা বাঁচানোর জন্য কোনো এফোর্ট দিইনি, ইন্ডাস্ট্রি কেউ দেয়নি। তবে আমাদের ভক্তরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে। সেটা তাদের ভালোবাসা, তাঁদেরই জন্য আজকের দিনটা।
বিজ্ঞাপন
শুভশ্রী এক জায়গায় বলেন, পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছেন, আর মেয়েরা চুপ করে থাকবে। যেহেতু কোনও প্রমোশনাল প্রয়োজনীয়তা নেই, তাই আমি খুব একটা প্রেসের সঙ্গে কথা বলি না। তবে ‘ধূমকেতু’এর পর সেটা হওয়ার দরকার ছিল না।








