Logo

শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয়: পরীমনি

profile picture
বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৬
শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয়: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢালীউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে মালেশিয়াতে নিজের জন্মদিন পালন করলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর জন্মদিনের এই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরী। সেই ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’

বিজ্ঞাপন

পাশাপাশি নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

এদিকে এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ডিয়ার পরী মনি।’ আরেকজন লিখেছেন, ‘দোয়া করি আপনার আগামী দিনগুলো ভালো হোক আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD