ঈশানের প্রথম ভাইফোঁটা নিয়ে যা বললেন নুসরাত জাহান

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দুর্গাপূজা থেকে বিজয়া দশমীর সিঁদুর খেলা সবকিছুতেই নিজেকে মেলে ধরেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ছেলে ঈশানের জীবনেও ঐতিহ্যবাহী উৎসব ‘ভাইফোঁটা’ যোগ করলেন।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার একমাত্র ছেলে ঈশানের বয়স এখন প্রায় পাঁচ বছর। এই বছর প্রথম এক দিদির হাত থেকে ভাইফোঁটা নিল ছোট্ট ঈশান। যদিও উৎসবের মর্ম সে এখনও পুরোপুরি বুঝতে শেখেনি, তবুও এই অনুষ্ঠানের আনন্দ তাকে ছুঁয়ে গিয়েছিল।
কিন্তু কার কাছে ফোঁটা নিল ঈশান? সাংবাদিকদের এমন প্রশ্নে নুসরাত বলেন, ‘আমার সঙ্গে কাজ করেন অমিত জি। তার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিতে এসেছিল। এই বছরই প্রথম দিদির থেকে ফোঁটা নিল ছেলে।’
বিজ্ঞাপন
তার কথায়, ‘এখন তো ও খুব ছোট। তবে ফোঁটা নিয়েছে, মিষ্টি খেয়েছে। কিন্তু গিফট দেওয়ার বেলায় পালিয়ে গিয়েছে! শেষমেশ ওটা আমাকেই দিতে হয়েছে। তবে এইভাবেই আমাদের আগামী প্রজন্মকে এই দিনগুলোর গুরুত্ব বোঝাতে হবে।’
আরও পড়ুন: মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় একটি আইটেম গানে নেচে দর্শকদের নজর কেড়েছেন নুসরাত। তার অভিনীত ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ গানটি এই বছরের অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয়েছে এবং গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। সেই সাফল্যের মধ্যেই ঘরোয়া পরিবেশে ছেলের জীবনে প্রথম ভাইফোঁটার আনন্দ উপভোগ করলেন অভিনেত্রী।








