Logo

আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ: গোলাম হোসেন

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ১৭:৪৩
696Shares
আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ: গোলাম হোসেন
ছবি: সংগৃহীত

ঢালীউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের জন্মদিনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তিনি, সঙ্গে সহকর্মীরাও ছবিগুলো শেয়ার করে বেশ আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে মিষ্টি মুখেই ধরা দিয়েছেন পরী। এ সময় তার সঙ্গে ছিলেন সহকর্মীরা; আর ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন।

কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম হোসেন লিখেছেন, ‘আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এই মুহূর্তে এই জন্মদিন টা, কি যেন তুমি একটা।’

বিজ্ঞাপন

গোলাম হোসেন আরও লেখেন, ‘এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয়না তোমাকে... আই লাভ ইউ, উই লাভ ইউ...শুভ জন্মদিন আমাদের সবার পরী....(ভালোবাসার ইমোজি)।’

সহকর্মীর এই ভালোবাসাময় শুভেচ্ছা পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি পরীমণি। সঙ্গে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে মন্তব্যঘরে লেখেন, ‘তুমি একটা আমি!’

বিজ্ঞাপন

নিজের টিম মেম্বার হোক, কিংবা সহকর্মী- অনেক বেশিই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন পরীমনি। এর আগে এই সহকর্মী গোলাম হোসেনকে নিয়ে মাঝে মাঝেই আলোচনায় আসতেন নায়িকা। কখনো একসঙ্গে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়ে, কখনো কাপল ডান্স দিয়ে আবার কখনো কাঁধে হাত রেখে খুনসুটিতে মেতে উঠে। অনেকে তাদের রসায়ন নিয়ে দুইয়ে দুইয়ে চারও মিলিয়েছেন, কিন্তু আদতে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের- এমনই মত তার ভক্তদের অধিকাংশ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD