Logo

এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহর মা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ১৯:৪৪
এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এর কাছ থেকে বিভিন্ন সময় হুমকি-ধামকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দাবি করেছেন, সালমান শাহ ‘হত্যা’ রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে একমাস আগেও তাকে হুমকি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী। বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার মুহূর্তে তিনি বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে চলা মামলায় অগণিতবার হুমকি পেয়েছেন। নিরাপত্তাহীনতায় এক সময় দেশও ছাড়তে হয় তাকে।

নীলা চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ ২৯ বছর পেরোনোর পর ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা কতটা করছেন?

বিজ্ঞাপন

এর উত্তরে তিনি বলেন, ইমন (সালমান শাহর ডাক নাম) ৯৬-এ মারা যাওয়ার পরে আমি ২০০২-এ হজ করলাম। আমি আল্লাহর কাছে সব সময় ন্যায়বিচার চেয়েছি। আমার সব সময় মনে হয়েছে, আমি বিচার পাবো। যদিও মামলা চলাকালীন বিভিন্ন সময় হুমকি পেয়েছি। তাদের বিচার হতেই হবে।

তিনি আরও বলেন, ছেলে হত্যার বিচার চাওয়ায় একাধিকবার হুমকির শিকার হয়েছি। দেশে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যে কারণে ২০১৮ সালে আমি লন্ডনে চলে যাই। সেখান থেকেই মামলার সব কাজ চালিয়ে যাচ্ছি। একমাস আগেও হুমকি পেয়েছি। ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো। আমার ছেলে বডি ম্যাসাজ করতো। সাহস পেতো না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাপআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে?

বিজ্ঞাপন

সালমান শাহর হত্যা মামলার ৪ নম্বর আসামি বাংলা সিনেমার খলনায়ক ডন। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ৯ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD