Logo

স্ত্রীসহ ১১ আসামির দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠাল পুলিশ

profile picture
বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৮:১৭
10Shares
স্ত্রীসহ ১১ আসামির দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠাল পুলিশ
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় নতুন মোড়— এবার স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির দেশত্যাগ ঠেকাতে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আসামিদের তথ্য পাঠানো হয়েছে, যাতে কেউ দেশ ছাড়তে না পারে। পাশাপাশি বিদেশে অবস্থানরত আসামিদের শনাক্তে মোবাইল ট্র্যাকিংসহ তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়।

ওসি বলেন, “সব আসামির বিরুদ্ধেই তদন্ত চলছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিচ্ছি।”

বিজ্ঞাপন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে পাওয়া যায়। দীর্ঘ ২৯ বছরের তদন্তেও রহস্য কাটেনি তার মৃত্যু নিয়ে। পুলিশের পিবিআই সম্প্রতি এটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দিলেও, সালমানের মা নীলা চৌধুরী এখনো দাবি করে আসছেন— ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD