Logo

মারা গেছেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস

profile picture
বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৫, ১৮:১৫
109Shares
মারা গেছেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস
ছবি: সংগৃহীত

সত্তর দশকের জনপ্রিয় ব্রিটিশ সিটকম ‘ফওল্টি টাওয়ার্স’-এ জন ক্লিসের চরিত্র বাসিলের স্ত্রী সিবিল ফওল্টির ভূমিকায় খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস আর এই পৃথিবীতে নেই। অভিনেত্রীর মৃত্যুর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রুনেলাকে ২০১৩ সালে ভাস্কুলার ডিমেনশিয়া ধরা পড়ে, যা তাকে প্রায় ৭০ বছরের অভিনয় জীবন থেকে অবসর নিতে বাধ্য করে।

বিজ্ঞাপন

এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। তার পরিবার জানায়, প্রুনেলার শেষ দিনগুলো আরামদায়ক, তৃপ্ত এবং ভালোবাসায় ঘেরা ছিল।

ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, প্রুনেলার ছেলে স্যামুয়েল ও জোসেফ সোমবার (২৭ অক্টোবর) লন্ডনে তাদের মা শান্তিপূর্ণভাবে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।

প্রুনেলা মৃত্যুর সময় দুই ছেলে, এক সৎ-মেয়ে এবং সাত নাতি-নাতনিসহ অন্যান্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গত বছরের নভেম্বরেই তার স্বামী টিমোথি ওয়েস্ট মারা যান।

বিজ্ঞাপন

অভিনেত্রী প্রুনেলার ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৫১ সালে। তিনি ব্রিস্টল ওল্ড ভিকে সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৬৩ থেকে ১৯৬৬ পর্যন্ত সিটকম ‘ম্যারেজ লাইনস’-এ অভিনয় করে প্রথমবার বড় সাফল্য অর্জন করেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত ‘ফওল্টি টাওয়ার্স’-এ অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

প্রুনেলার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অ্যা কোয়েশ্চেন অব অ্যাট্রিবিউশন’ (১৯৯১), যেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করে বাফটা মনোনয়ন পান। এ ছাড়া তিনি ধারাবাহিক ‘ম্যাপ অ্যান্ড লুসিয়া’, ‘দ্য লোনলি প্যাশন অব জুডিথ হার্ন’, ‘হাওয়ার্ডস ইন্ড’, ‘উলফ’, এবং ‘অ্যান আওফুলি বিগ অ্যাডভেঞ্চার’-এও অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত প্রুনেলা এবং তার স্বামী টিমোথি ওয়েস্ট যৌথভাবে ‘গ্রেট ক্যানাল জার্নিস’ তথ্যচিত্র আয়োজন করেছিলেন, যেখানে ব্রিটেনের জলপথ নিয়ে গবেষণা করা হয়েছিল।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD