আজ সন্ধ্যায় পরীমনির বিয়ে!

চিত্রনায়িকা পরীমনির নাম উচ্চারণ মানেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহলের জোয়ার। পরী মানেই নতুন খবর, নতুন রঙিন গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বিজ্ঞাপন
গত ২৪ অক্টোবর ছিল এই আলোচিত নায়িকার জন্মদিন। তবে এবারের দিনটি তিনি কাটিয়েছেন ভিন্নভাবে—দেশের বাইরে, মালয়েশিয়ায়। প্রথমবারের মতো বিদেশে জন্মদিন উদযাপন করে সেখানে টানা ১০ দিন আনন্দমুখর সময় কাটান পরীমনি। দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তগুলোর ঝলক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
একসময় তার জন্মদিন মানেই ছিল পাঁচতারা হোটেলে জমকালো আয়োজন, ঝলমলে সাজসজ্জা ও তারকাখচিত সমাবেশ। এখন সেই অধ্যায় কিছুটা ভিন্ন পথে। তবু জন্মদিন পেরিয়ে আবারও চেনা ছন্দে ফিরছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
পরীমনি জানিয়েছেন, বুধবার (৫ নভেম্বর) রাতে কাছের মানুষদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। তবে আয়োজনটি কেমন হবে—সে বিষয়ে রহস্য জিইয়ে রেখেছেন।
মজার ছলে পরীমনি বলেন, ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ এর পর আর কোনো ব্যাখ্যা দেননি তিনি।
বিজ্ঞাপন
তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি আসলে জন্মদিন-পরবর্তী এক ঘরোয়া আয়োজন। সেখানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন কাজের ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি নন পরীমনি।








