Logo

‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলসের মতো নয়’

profile picture
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৭:১৩
10Shares
‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলসের মতো নয়’
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, যাকে অনুরাগীরা আদর করে ‘টালিকুইন’ বলে ডাকে, অফস্ক্রিনে একেবারেই সরল ও বিনয়ী। পর্দায় যেখানেই যান, গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক ছড়ান, তবে বাস্তবে তিনি হাস্যোজ্জ্বল, নম্র এবং সহজ মানুষের প্রতীক। ফিল্মি পার্টি হোক বা মল্লিকবাড়ির দুর্গাপূজা, সবখানেই তিনি মিশে যান সবার সঙ্গে। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকাকে খুব একটা কথা বলতে দেখা যায় না।

বিজ্ঞাপন

এই বিষয়টি তিনি লাইমলাইট থেকে একটু দূরেই রাখেন। কিন্তু এবার তিনি নতুন প্রজন্মদের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডুলসের মতো নয়। এরকম নয় যে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর বা হ্যাপেনিং হবে। একটি সম্পর্ক মানে একটি কথা দেওয়া, একটি কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে থাকে পবিত্রতা ও লয়াল্টি।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষ্যে, তাই জামা কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পড়া হয়ে গিয়েছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ও ভাবেই ভালোবাসতে ভালোবাসি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রাণেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে দম্পতির প্রথম সন্তান কবীর জন্মগ্রহণ করে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD