Logo

অভিনেত্রী জয়ার এক ক্যাপশন, আর তাতেই জল্পনা তুঙ্গে!

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ২১:১৯
5Shares
অভিনেত্রী জয়ার এক ক্যাপশন, আর তাতেই জল্পনা তুঙ্গে!
ছবি: সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা আর অপরূপ সৌন্দর্যের মিশেলে তিনি সবসময়ই এক অন্যরকম আলো ছড়ান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রূপে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

বিজ্ঞাপন

সম্প্রতি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন জয়া। 

ছবিতে জয়া আহসানকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে, যেখানে তার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার নজর কেড়েছে নেটিজেনদের মনে। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, দুইজন সুন্দর মানুষ, একে অপরের দিকে তাকিয়ে আছে।

বিজ্ঞাপন

জয়ার ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশনটি নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। দ্বিতীয় সুন্দর লোকটি আসলে কে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা কমেন্ট বক্সে উপচে পড়া ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। 

একজন অনুরাগী ভক্ত জয়ার রূপের প্রশংসা করে লিখেছেন, সৌন্দর্য শুধু মুখের নয়, তা লুকিয়ে আছে তোমার ভঙ্গিমায়, তোমার হাসিতে, আর ক্যামেরার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো তাতেই। আরেকজন মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, এক ফ্রেমে এত সৌন্দর্য যা বলার ভাষা নেই!

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD