২৯ বছর পরও রহস্য ঘিরে সালমান শাহর মৃত্যু, শাবনূরকে নিয়ে নতুন বিতর্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশে তার মৃত্যুকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চলচ্চিত্রপাড়া থেকে দর্শক মহল পর্যন্ত।
বিজ্ঞাপন
সালমান শাহর নাম উচ্চারিত হলে অনিবার্যভাবেই উঠে আসে তার নায়িকা ও সহশিল্পী শাবনূরের নাম। যদিও মামলায় শাবনূরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে বিভিন্ন সময় গুঞ্জনে তাকে এ ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছে।
সম্প্রতি সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও বিনোদন সাংবাদিক দুলাল খান এক সাক্ষাৎকারে শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, “সালমান অসুস্থ থাকাকালে শাবনূর তাকে দেখতে গিয়েছিলেন। কিছু সময় পরই বিষয়টি জানতে পারেন সামিরা ভাবি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, সালমানের সঙ্গে যা কথা হতো, সব শাবনূর নিজেই সামিরাকে বলে দিতেন। এরপর সালমান শাবনূরের সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্ত নেন।”
বিজ্ঞাপন
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুবরণ করেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ঢালিউডের এক অনন্য নায়ক হিসেবে জায়গা করে নেন দর্শক হৃদয়ে। মৃত্যুর প্রায় তিন দশক পরও তার মৃত্যুর রহস্য ঘিরে রয়েছে নানা প্রশ্ন।
দীর্ঘ তদন্ত শেষে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। নতুন মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন
বিজ্ঞাপন
মামলার প্রধান আসামি হিসেবে নাম এসেছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
প্রায় ২৯ বছর পরও সালমান শাহকে ঘিরে রহস্যের জট যেমন কাটেনি, তেমনি ভক্তদের ভালোবাসাও একটুও কমেনি।








