রানির সাজে নজর কাড়লেন বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান তিনি।
বিজ্ঞাপন
নিয়মিত অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়িয়েও চলেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব বুবলী। বিভিন্ন সময় নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে বুবলী কিছু ছবি শেয়ার করেছেন, যা দ্রুতই নজর কাড়ে সবার।
বিজ্ঞাপন
ছবিতে দেখা যায়—রানির সাজে লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। হাতে আলতা, মুখে মিষ্টি হাসি—সব মিলিয়ে দারুণ রূপে মুগ্ধ করেছেন নেটিজেনদের।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন—‘সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।’
বিজ্ঞাপন
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও বুবলীর সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন—‘মাশাআল্লাহ আপু সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে।’
আরেকজন মন্তব্য করেন—‘একদম পুতুলের মতো লাগছে।’








