Logo

নেহা কক্করের নামে অনলাইনে লাখ টাকার প্রতারণা

profile picture
বিনোদন ডেস্ক
১০ নভেম্বর, ২০২৫, ১৩:০৩
10Shares
নেহা কক্করের নামে অনলাইনে লাখ টাকার প্রতারণা
সংগীতশিল্পী নেহা কক্কর। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম ব্যবহার করে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে মুম্বাইয়ে। এক নারী আইনজীবী অনলাইন ট্রেডিংয়ের প্রলোভনে পড়ে প্রায় পাঁচ লাখ রুপি হারিয়েছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি। সেই বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখিয়ে বিনিয়োগে নিরাপত্তা ও উচ্চ মুনাফার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপনের বিশ্বাসে পড়ে শবনম টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে প্ল্যাটফর্মটির তথাকথিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামের দুই ব্যক্তি তাকে ধাপে ধাপে বিনিয়োগে উৎসাহিত করেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ রুপিরও বেশি পাঠান।

বিজ্ঞাপন

কিন্তু প্রত্যাশিত লাভ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও ভিডিও মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD