Logo

সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী: শাকিল খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২০:০৫
7Shares
সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী: শাকিল খান
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রিয় নায়ক সালমান শাহ, তিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নয়। বরং, বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। ১৯৯৬ সালের (৬ সেপ্টেম্বর) সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেছেন, তবে সম্পর্কের ভক্তদের অমলিন ভালোবাসা আজও দেখা যায়।

বিজ্ঞাপন

সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সম্প্রতি অভিনেতার মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। 

সালমানে শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তিনি সিনেমা প্রেমীদের ভালোবাসায় আজও সিক্ত। এই তারকার মৃত্যুর পর জন্ম গ্রহণ করা তরুণদের কাছেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তবে এবার, সালমান শাহকে নিয়ে কথা বললেন জনপ্রিয় নায়ক শাকিল খান।

বিজ্ঞাপন

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন তিনি। সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হন শাকিল খান। 

‘সালমান শাহর হত্যা মামলা কীভাবে দেখেন’—-জবাবে জানিয়েছেন, আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী। একজন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফ্রাস্ট্রেশনে পড়ে যান। সিনেমার মানুষেরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে (সালমান শাহ) বয়কট করেছিল। দেশের বহু পরিচালক তাকে বয়কট করেছিলেন। শেষে আমি বলতে চাই, সত্যের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন বলে দেবে সালমান শাহর সঙ্গে কী হয়েছিল।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করা সালমান শাহ খুব দ্রুতই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব। তার স্নিগ্ধ উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ভক্তদের প্রতি আবেগ তাকে প্রতিষ্ঠিত করে তুলেছিল। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে তিনি ২৭টি সিনেমায় কাজ করেছেন এবং বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন বাংলার মানুষকে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী: শাকিল খান