গোবিন্দকে আর স্বামী হিসেবে চাই না : সুনীতা আহুজা

বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতার পর তিনি আর স্বামী হিসেবে গোবিন্দকে চান না। তিনি বলেন, ‘আগামী এক জন্ম নয়, সাত জন্মেও গোবিন্দকে স্বামী হিসেবে নিতে চাই না।’
বিজ্ঞাপন
সুনীতার অভিযোগ, গোবিন্দ তার দিকে পর্যাপ্ত সময় দেন না এবং প্রায় সবসময় নায়িকাদের সঙ্গে ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘উনি তো বৌকে সময়ই দেন না, সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।’
সুনীতা আরও উল্লেখ করেন, ছোট বয়সে বিয়ে হওয়ায় তখন এই বিষয়টি বোঝা যায়নি, তবে এখন উপলব্ধি করেছেন যে একজন নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। সম্পর্কের টানাপোড়েন এখনও কাটেনি, যদিও গত বছর বিচ্ছেদের গুঞ্জন সামলানো গিয়েছিল।
বিজ্ঞাপন
তবে তিনি স্বামীর কিছু গুণের প্রশংসাও করতে ভোলেননি।








