ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি : আরিফিন শুভ

শিক্ষার্থীদের সামনে জীবনের বাস্তব গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম, হতাশা আর সংগ্রামের কথাই তুলে ধরলেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির আয়োজিত এক অনুষ্ঠানে শুভ জানান, নায়ক হয়ে ওঠার পথ তার জন্য মোটেও সহজ ছিল না। মিডিয়ায় প্রথম দিকে নানা চড়াই–উতরাই পেরোতে হয়েছে তাকে।
হাস্যরসের সুরে নিজের সেই অতীতের গল্প বলতে গিয়ে শুভ বলেন, ‘এক সময় প্রডাকশন ইউনিটে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। ডিরেক্টর বা শিল্পীদের যা যা দরকার হতো, সব ব্যবস্থা করতে হতো আমাকে— পানি দেওয়া থেকে শুরু করে স্যান্ডেল মুছা পর্যন্ত।’
বিজ্ঞাপন
এরপর তিনি মজার এক স্মৃতি টেনে বলেন, ‘একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। আর ডন ভাই ছিলেন সেই বিজ্ঞাপনের মডেল। কিন্তু স্বপ্নটা বড় ছিল বলেই আজ আমি এই জায়গায়।’
শুভ আরও জানান, মডেলিং দিয়েই তার ক্যারিয়ারের শুরু। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের ভালোবাসা অর্জন করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজেও অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা।








