সম্পর্কের টানে তিন প্রজন্মের প্রেমের গল্প

সফল সিনেমা ‘প্রজাপতি’ বাবা-ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল। বক্স অফিসে দর্শকদের, দেব ও মিঠুন চক্রবর্তীর অভিনয় মুগ্ধ করেছিল। অনুরাগীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বড়দিন উপলক্ষে এবার মুক্তি পেতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল, ‘প্রজাপতি ২’। আগের কিস্তির মতো এবারও এই জুটির রসায়নের পাশাপাশি নজর কাড়ছে একরত্তি শিশুশিল্পী অনুমেঘা কাহালি।
বিজ্ঞাপন
চলতি বছর সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে উঠে এসেছে বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। ‘প্রজাপতি ২’-এর কাস্ট লিস্টেও রয়েছে চমক। মিঠুন ও দেব ছাড়াও এতে অভিনয় করেছেন ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিকের মতো গুণী তারকারা।
দেবকে যখন বলতে শোনা যায়, ‘জীবনে দুটো জিনিস নিয়ে কখনও আপস করি না। এক, রান্নার সুযোগ পেলে কখনও ছাড়ি না। আর দুই, বাবা-মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না।’ অন্যদিকে, দেবের বাবার চরিত্রে যথারীতি আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
বিজ্ঞাপন
টিজারে ছেলেকে একা সবটা সামলাতে হবে দেখে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘ওর বিয়ে যদি না দিতে পেরেছি তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়।’ তবে এই সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করেছেন, সেই বিষয়টি পরিচালক খানিকটা রহস্য হিসেবেই ধরে রেখেছেন।
সিনেমার টিজারটি শেয়ার করে অভিনেতা দেব বলেন, ‘মানে-অভিমানে সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প।’ একইসঙ্গে সমাজের চিরায়ত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে টিজারে দেবকে বলতে শোনা গেল, সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। আমার মেয়ে না হয় তার বাবার কাছেই মানুষ হলো।








