Logo

হলুদের আবেশে ভক্তদের হৃদয় কাঁপালেন স্পর্শিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৯:০৮
15Shares
হলুদের আবেশে ভক্তদের হৃদয় কাঁপালেন স্পর্শিয়া
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আবারও আলোচনায় এসেছেন তার নতুন লুক নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হলুদের ছোঁয়ায় সাজানো একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই তারকা।

বিজ্ঞাপন

ছবিগুলোতে তাকে দেখা যায়, হলুদ শাড়িতে খোলা চুলে, মিষ্টি হাসি ও চোখে মায়া মেশানো চাহনিতে ক্যামেরাবন্দি হতে। আর মুহূর্তেই ভক্তদের মনে ঝড় তুলেছে তার এই লুক।

নেটিজেনরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। একজন লিখেছেন, ‘চোখ ফেরানো দায়, এত সুন্দর যেন রূপকথার চরিত্র।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলার ক্রাশ এখনও আগের মতোই আছে।’

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব অর্চিতা স্পর্শিয়া। সেখানে তিনি নিজের পছন্দের মুহূর্ত ও ভালো লাগার বিষয়গুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

অর্চিতা স্পর্শিয়া অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের ‘বন্ধু তিন দিন’ শিরোনামের প্রচারণার মাধ্যমে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে একের পর এক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মডেলিং ও বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও তার অবস্থান দৃঢ়। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ নাটকে অভিনয়ের মাধ্যমে ২০১৩ সালে তিনি বিশেষ পরিচিতি পান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD