চোটের মধ্যেও শুটিংয়ে ফিরলেন শ্রদ্ধা কাপুর
3Shares

ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি তার নতুন ছবি ঈথা-এর শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। নাচের দৃশ্যের সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে চোট পান এবং চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
বিজ্ঞাপন
তবুও শ্রদ্ধা প্রযোজকের ক্ষতির কথা চিন্তা করে আহত অবস্থাতেই শুটিং স্পটে ফিরে আসেন। প্রযোজনা সংস্থা ও পরিচালক প্রথমে শুটিং স্থগিত করলেও শ্রদ্ধার অনুরোধে ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চালানো হয়।
এ ঘটনায় চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেও কাজ করার তার দৃঢ় পেশাদারিত্ব বলিউডে এখন আলোচনার বিষয়।
জেবি/আরএক্স/এএস








