রুক্মিণীর জন্য ‘পাত্র চাই’ পোস্টার, শহরজুড়ে কৌতূহল

ওপার বাংলার কলকাতায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি–সহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার ঝুলতে দেখে পথচারীদের মধ্যে কৌতূহল ছড়ায়। শহরের বিভিন্ন ওলি–গলিতে লাগানো এ পোস্টারে শুধু ‘পাত্র চাই’–ই নয়, পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হঠাৎ এমন পোস্টার দেখে অনেকে ভেবেছিলেন, রুক্মিণীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা এটি। তবে নিচে পোস্টারের মালিক হিসেবে লেখা ছিল ‘দীপক চক্রবর্তী’ নামটি। খোঁজ নিয়ে জানা যায়—এটি কোনো বাস্তব ব্যক্তি নন; আসন্ন চলচ্চিত্র ‘হাঁটি হাঁটি পা পা’–তে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী যে চরিত্রে অভিনয় করছেন, সেটিরই নাম দীপক চক্রবর্তী।
পরবর্তীতে স্পষ্ট হয়, পুরো বিষয়টি সিনেমাটির প্রচারণার অংশ। ছবিতে রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ, এবং অনস্ক্রিন মেয়ের জন্য পাত্র খুঁজছেন—এমন ধারণা থেকেই এই ব্যতিক্রমী প্রচার কৌশল।
বিজ্ঞাপন
সিনেমার টিম জানিয়েছে, দর্শকের দৃষ্টি আকর্ষণে প্রচারণার ধরন বদলে গেছে। তাই নতুন কৌশলে শহরজুড়ে পোস্টার লাগানো হয়েছে। অনেকেই থমকে দাঁড়িয়ে পোস্টার দেখছেন, কেউ মোবাইলে খুঁজছেন—‘রুক্মিণীর বিয়ে কবে?’—এমনকি কেউ কেউ বিভ্রান্তও হয়েছেন। দর্শকপ্রতিক্রিয়া দেখে নির্মাতারা মনে করছেন, প্রচারণা সফল।
বাংলা ছবির প্রচারে আগে ব্যতিক্রমী কৌশল দেখা গেলেও সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। তবে এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
অর্ণব মিদ্যা পরিচালিত ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি বাবা–মেয়ের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত। রুক্মিণী ও চিরঞ্জিৎ ছাড়াও অভিনয় করেছেন অঞ্জনা বসু। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।








