তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অভিযোগ, অভিনেত্রীর প্রতিক্রিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মডেলিং ও ফ্যাশন জগত থেকে শুরু করে টেলিভিশন নাটকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। এছাড়াও, ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
তবে বিতর্ক তার থেকে কিছুটা দূরে নেই। যুগল শাড়িকাণ্ডের পর এবার ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান তানজিন তিশার বিরুদ্ধে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।
এই অভিযোগের বিষয়ে তিশা বলেন, “এটি ফালতু অভিযোগ। চুক্তির সময় আমাকে এক তৃতীয়াংশ পেমেন্ট দেওয়া হয়েছিল। শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড়মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “শরীফ নামে একজন মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছিলেন। এত রাতে কথা বলা পেশাদার আচরণ নয়। আমি দিনে যোগাযোগের চেষ্টা করেছি। উনি প্রযোজকও নন। এর বেশি কিছু বলার দায়িত্ব আমার আইনজীবীর।”
‘ভালোবাসার মরশুম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার, তবে নানা জটিলতার কারণে কাজ সম্ভব হয়নি। অন্যদিকে, সম্প্রতি তিনি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন, যা চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে।








