Logo

ধর্মেন্দ্রর স্মরণ সভার আয়োজন দেওল পরিবারের

profile picture
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১৪:১৯
8Shares
ধর্মেন্দ্রর স্মরণ সভার আয়োজন দেওল পরিবারের
ছবি: সংগৃহীত

অসুস্থতার পর গত ২৪ নভেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডসহ ভক্ত-অনুরাগীরা। মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

এই দুঃসময়ে অভিনেতার পরিবার তার বর্ণময় কর্মজীবনকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে। প্রথমে আগামী সপ্তাহে স্মরণসভা আয়োজনের কথা শোনা গেলেও, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়ই তা অনুষ্ঠিত হচ্ছে।

দেওল পরিবারের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টারে ধর্মেন্দ্রর তরুণ বয়সের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, 'সেলিব্রেশন অফ লাইফ'।

বিজ্ঞাপন

জানানো হয়েছে, ২৭ নভেম্বর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিকেল ৫:৩০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এখানে প্রয়াত অভিনেতার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। সেই দিনটি জমকালোভাবে উদযাপনের জন্য দেওল পরিবারে চলছিল নানা আয়োজন। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা থমকে যায়। ধর্মেন্দ্রর শেষকৃত্য এবং পরিবারের পাশে দাঁড়াতে এর মধ্যেই তার বাড়িতে পৌঁছেছেন বলিউডের অসংখ্য তারকা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD