তারকাদের ঘিরে জল্পনা-কল্পনা, মুখে-হাতে সংখ্যা লেখার কারণ কী?

বিজ্ঞাপন
বিশেষ করে নারী তারকারা এই সংখ্যার মাধ্যমে জানাচ্ছেন তাদের প্রতিদিনের অনলাইন হয়রানির পরিমাণ। আর সেই সংখ্যাকে সামনে এনে তারা সোচ্চার হচ্ছেন ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে।
এই নতুন আন্দোলনের মূল স্লোগান—‘মাই নাম্বার, মাই রুলস’। অর্থাৎ, তারা প্রতিদিন কতবার অপমান, কটূক্তি বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যা প্রকাশ করে জানাচ্ছেন, নীরবতা নয়—এবার প্রতিবাদের ভাষা হোক বাস্তবতার হিসাব।

২৫ নভেম্বর আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের হাতে ‘৯’ লিখে ছবি পোস্ট করে তিনি জানান, প্রতিদিন গড়ে ৯টি অপমানজনক বার্তা বা মন্তব্য তাকে সহ্য করতে হয়।
বিজ্ঞাপন
ফেসবুকে পোস্টে তিশা লেখেন— মানুষ হয়তো শুধু একটা সংখ্যা দেখছে, কিন্তু আমি যা সহ্য করেছি তার সবটাই এই সংখ্যার পেছনে লুকানো। তোমার সংখ্যার গল্প বলো, আওয়াজ তোলো।
এর পরই হ্যাশট্যাগ #MyNumberMyRules ব্যবহার করে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এক হতে আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তিশার উদ্যোগের পরপরই অনেক নারী তারকা নিজেদের প্রতিদিনের হয়রানির সংখ্যা প্রকাশ করে এই আন্দোলনে যুক্ত হন— প্রার্থনা ফারদিন দীঘি — ৩; রুনা খান — ২৪; মৌসুমী হামিদ — ৭২; আশনা হাবিব ভাবনা — ৯৯+; শবনম ফারিয়া — ১০০০ (প্রতিদিন হাজারবার অনলাইন হামলার শিকার); সাজিয়া সুলতানা পুতুল — ৯ এবং মারিয়া নূর — ৭।
এই বিশাল সংখ্যা দেখাচ্ছে—অনলাইনে নারী তারকাদের পরিচিত মুখের আড়ালেও কী ভয়াবহ হয়রানির ধাক্কা সামলাতে হয়।
নিজের সংখ্যার সঙ্গে কষ্টের কথাও প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি লেখেন— বলেছিল—এটা তো শুধু একটা কমেন্ট, উপেক্ষা করো। করেছি বহুবার। কিন্তু থামেনি। সংখ্যা শুধু বেড়েছে। এটাই আমার গল্প।
বিজ্ঞাপন

আরও পড়ুন: মালাইকা অরোরার প্রেম নিয়ে গুঞ্জন
অনেকদিন ধরেই সামাজিক মাধ্যমে নারী শিল্পীরা অনবরত কটূক্তি, হেনস্তা ও অপমানের শিকার হচ্ছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসবের কোনো সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় না। দিন দিন সহিংসতা বাড়তে থাকায় এবার তারকারা নীরবতা ভেঙে প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ‘সংখ্যা’।
এই আন্দোলনের লক্ষ্য হলো- নারী তারকাদের প্রতিদিনের ডিজিটাল সহিংসতার বাস্তবতা সামনে আনা, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সম্মিলিত সচেতনতা গড়ে তোলা এবং অনলাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করার দাবি জানান।
বিজ্ঞাপন
মানুষের কাছে এ সংখ্যা শুধু ডিজিটাল লেখাই; কিন্তু তারকাদের কাছে এটি প্রতিদিনের সহিংসতার কঠিন হিসাব—যার বিরুদ্ধে তারা এখন একসঙ্গে কণ্ঠ তুলেছেন।








