উদয়পুরে বিয়ের আসরে গান গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ আবারও আলোচনায়—তবে কোন কনসার্ট নয়, ভারতের উদয়পুরে এক জমকালো বিবাহোত্তর সংবর্ধনায় পারফর্ম করে। ব্যবসায়ী রামা রাজু মানতেনার মেয়ে নেত্রা মানতেনা ও প্রযুক্তি উদ্যোক্তা ভামসি গাডিরাজুর বিয়ের এই উচ্চপ্রোফাইল আয়োজনে লোপেজের গাওয়া গানের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিজ্ঞাপন
পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত এই অনুষ্ঠানে গাইতে তাকে পরিশোধ করা হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা। ব্যক্তিগত অনুষ্ঠানে এত বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়া নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
সন্ধ্যার পারফরম্যান্সে লোপেজ পরিবেশন করেন তার জনপ্রিয় গান—‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট রাইট’—সহ আরও বেশ কিছু হিট নম্বর। উচ্ছ্বসিত পরিবেশনায় মুগ্ধ অতিথিরা। পারফরম্যান্স শেষে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এই সুন্দর দিনে দুই পরিবার এক হোক, ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।”
বিজ্ঞাপন
পারফরম্যান্স যতটা নজর কেড়েছে, তার পরিধেয় নিয়েও ততটাই আলোচনা জমেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় বিয়েতে লোপেজের ছোট পোশাক—স্ফটিক-খচিত হাই-কাট বডিস্যুট, ম্যাচিং জ্যাকেট ও হাঁটু সমান বুট—নিয়ে অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ ছাড়া বলিউড থেকেও উপস্থিত ছিলেন রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন, জাহ্নবী কাপুর প্রমুখ।
বিজ্ঞাপন
কনে নেত্রা মানতেনা হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনজেনাস ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান ও সিইও রামা রাজু মানতেনার কন্যা। যদিও তাকে বিলিয়নিয়ার বলে দাবি করা হচ্ছে, ফোর্বসের তালিকায় তার নাম নেই।
বর ভামসি গাডিরাজু একজন প্রযুক্তি উদ্যোক্তা। তার কোম্পানির আনুমানিক মূল্য ১৮ থেকে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২০৮ কোটি টাকা)। তিনি ২০২৪ সালে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় জায়গা করে নেন।








