Logo

এবার চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:১৭
7Shares
এবার চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি, ক্যারিয়ায়রের দর্শকদের উপহাত দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সেই সাথে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসাও। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে আইনি নোটিশ পেয়েছেন তিনি। খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষ থেকে নোটিশটি পাঠানো হয়। তিনি পপির আত্মীয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল পপির খুলনা এবং ঢাকার ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) দেশের একটি বেসরকারি  টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পপি তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ এবং ‘মানহানিকর’ মন্তব্য করেছেন। এতে তারেক আহমেদ চৌধুরীর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এমনকি, নোটিশে পপিকে সাত দিনের মধ্যে সময় টিভিতে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জনসমক্ষে বা কোনো মাধ্যমে একই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার শর্তও দেয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে পপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল জানান, তার মক্কেল ঢাকার একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে কর্মরত। প্রয়াত চাচা মিয়া কবির হোসেনের জামাতা হওয়ায় বৈবাহিক সূত্রে পপির সঙ্গে তারেক আহমেদ চৌধুরীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD