Logo

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য, আপ্লুত ‘দিলওয়ালে দুলহানিয়া’ জুটি

profile picture
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৪
4Shares
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য, আপ্লুত ‘দিলওয়ালে দুলহানিয়া’ জুটি
ছবি: সংগৃহীত

প্রায় ৩০ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং কাজল। লন্ডনের লিসেস্টার স্কয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুই তারকা; আর এখনও যে সিনেমাটি মানুষের হৃদয়ে জীবন্ত, তা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় এই তারকা জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের দুই সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসাও।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে শাহরুখ খান; দুজনকেই বেশ হাসিমুখে এবং উৎফুল্ল দেখাচ্ছে। তাদের পেছনেই উন্মোচিত ভাস্কর্যটি চোখে পড়ে। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটিতে কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ-এর বিখ্যাত পোজটি সুচারু রুপে ফুটিয়ে তোলা হয়েছে।

কাজল গণমাধ্যমকর্মীদের বলেন, “এটি অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো ইতিহাসকে নতুন করে জীবন্ত করার মতো। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।”

বিজ্ঞাপন

শাহরুখ খান বলেন, ‘সিনেমাটি আমরা বিশুদ্ধ হৃদয় দিয়ে করেছি। ভালোবাসার গল্প বলেছি, যা সব বাধা পার করতে পারে। হয়তো এজন্যই ৩০ বছর পরও এটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কাজল ও আমি এই ভালোবাসা দেখে সত্যিই আনন্দিত।’

এদিকে, ভাস্কর্যটি উন্মোচনের সময় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ; কাজল তখন ছেলে ও মেয়েকে ডেকে আনার চেষ্টা করেন। ক্যামেরার সামনে নিসা হাসিমুখে পোজ দেয়, আর যুগকে দেখা যায় খানিকটা লাজুক ভঙ্গিতে। এই মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাদের উদ্দীপনা প্রকাশ করতে থাকেন।

বিজ্ঞাপন

একজন ভক্ত লিখেছেন, ‘যুগ আর শাহরুখকে একদম বাবা-ছেলের মতো লাগছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘৩২ বছর পরও শাহরুখ-কাজলের আইকনিক জুটি এবং সন্তানদের সঙ্গে এই মুহূর্ত যেন এক সম্পূর্ণ গল্প তৈরি করেছে।’

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। এটি ১৯৯৫ সালে মুক্তি পায়। এখনও সিনেমাটি রোমান্টিক ক্লাসিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত। সূত্র: এনডিটিভি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD