Logo

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

profile picture
বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ২১:৫১
2Shares
টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’
ছবি: সংগৃহীত

মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমা ‘ডিগার’-এ। এখানে টম ক্রুজকে দেখা যেতে পারে কমেডি চরিত্রে।হলিউড অভিনেতা টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে ইথান হান্ট হিসেবে দীর্ঘ যাত্রা শেষ করেছেন চলতি বছরের মে মাসে। এরপর তিনি শুরু করেছেন নতুন অধ্যায়-

বিজ্ঞাপন

ভ্যারাইটি সূত্রে জানা যায়, প্রকাশ পেয়েছে সিনেমাটির শিরোনাম, পোস্টার ও টিজার। ওয়ার্নার ব্রস ও লিজেন্ডারি প্রযোজিত ডিগার মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোব

গল্পের বিস্তারিত এখনও গোপন। তবে ওয়ার্নার ব্রর্সের দেওয়া সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ডিগার রকওয়েল হলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, যিনি নিজের ছড়িয়ে দেওয়া এক ভয়াবহ বিপর্যয় সবকিছু ধ্বংস করে দেওয়ার আগেই নিজেকে মানবজাতির ‘ত্রাতা’ প্রমাণ করতে মরিয়া অভিযানে নামেন।

বিজ্ঞাপন

এদিকে ছয় মাস ধরে যুক্তরাজ্যে শুটিং হওয়া ‘ডিগার’ দিয়ে আবারও ইংরেজি ভাষার ছবিতে ফিরছেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটিই তাঁর প্রথম ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন ইনারিতু নিজেই, সহ-প্রযোজক হিসেবে রয়েছেন টম ক্রুজ।

যুক্তরাজ্যে ছয় মাস ধরে শুটিং হয়েছে। টম ক্রুজের সঙ্গে এ সিনেমায় আরও থাকছেন সান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড, রিজ আহমেদ ও এমা ডার্সি প্রমুখ। সূত্র: ভ্যারাইটি

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD