Logo

আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করলেন সুনেরাহ

profile picture
বিশেষ প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৯
3Shares
আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করলেন সুনেরাহ
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও ব্যক্তিগত উপলব্ধি প্রকাশে বরাবরই সরব। কাজের বাইরে জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য রাখতেও পিছপা নন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ভালোবাসা ও জীবনসঙ্গী নিয়ে নিজের অন্তর্গত অনুভূতির কথা তুলে ধরেছেন ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী।

সুনেরাহর ওই পোস্টে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং পরিপূর্ণ ভালোবাসার প্রত্যাশা। তিনি লেখেন, প্রার্থনা করি, তোমার জীবনে যেন এমন কারো প্রতি আর কখনো মায়া না জন্মে যে তোমার জন্য সঠিক নয়।

বিজ্ঞাপন

ভবিষ্যতের ভালোবাসা কেমন হওয়া উচিত—সে কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, তুমি এমন এক ভালোবাসার দেখা পাও, যা তোমাকে হাসাবে, যেখানে শুরুর সেই মুগ্ধতা কখনো শেষ হবে না এবং যে ভালোবাসা তোমাকে দেবে এক অবিচল আনুগত্য।

নিজের ব্যক্তিত্বের ভিন্ন দুই দিকের কথা উল্লেখ করে সুনেরাহ আরও লেখেন, এমন কেউ যে তোমার ভেতরের চঞ্চল শিশুটিকে যেমন ভালোবাসবে, তেমনি সম্মান করবে তোমার পরিণত মনকেও। এমন এক ভালোবাসা, যেটা থেকে কখনো সেরে উঠতে হবে না।

তার এই পোস্টে সম্পর্কের গভীরতা, মানসিক নিরাপত্তা এবং নিঃশর্ত ভালোবাসার প্রতি আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভক্তদের অনেকেই তার লেখার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সুনেরাহ বিনতে কামালের শিল্পীসত্তার শুরুটা নাচের মাধ্যমে। মাত্র আড়াই বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন। পরবর্তীতে থিয়েটারের মঞ্চেও কাজ করেছেন তিনি।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত আলোচিত ছবি ‘ন ডরাই’–এর মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তাকে দেশের অভিনয় জগতে আলাদা পরিচিতি এনে দেয়।

বিজ্ঞাপন

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাবনাচিন্তা ও ব্যক্তিগত উপলব্ধির প্রকাশ ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD