Logo

শুটিং সেটে আহত পরিচালক সাজিদ খান

profile picture
বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২১:১৫
4Shares
শুটিং সেটে আহত পরিচালক সাজিদ খান
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরেছিলেন বলিউডের আলোচিত পরিচালক সাজিদ খান। তবে ফেরার শুরুতেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেন এই পরিচালক। একতা কাপুরের প্রযোজনায় একটি রিয়েলিটি শো’র শুটিং চলাকালীন সময়ে গুরুতর আহত হয়েছেন তিনি ।

বিজ্ঞাপন

অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাজিদ খানকে। ভারতীয় যোগাযোগ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং সেটে কাজ করার সময় অসাবধানতাবশত পা ভেঙে যায় সাজিদের। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

রবিবার (২৯ ডিসেম্বর) সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকা ভক্তদের আশ্বস্ত করেছেন প্রখ্যাত নৃত্য পরিচালক ও সাজিদের বড় বোন ফারাহ খান।

বিজ্ঞাপন

যোগাযোগ মাধ্যমকে তিনি জানান, ‘সাজিদের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সে বিপদমুক্ত এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে। ওর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

চিকিৎসকরা বলেছেন, কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সাজিদ আবারও সেটে ফিরতে পারবেন। এই মুহূর্তে তিনি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে বলিউডে ‘মি-টু’ আন্দোলনের সময় একাধিক যৌন হেনস্থার অভিযোগে নাম জড়িয়েছিল এই পরিচালক। দীর্ঘ সময় কাজহীন থাকার ফলে আর্থিক সংকট ও মানসিক অবসাদে ভুগছিলেন সাজিদ খান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD