এবার ‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও আলিয়া ভাট আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন। তবে এবার কোনো রঙিন প্রেমকাহিনি বা হালকা গলির আড্ডা নয়—বদলে যাচ্ছে তাদের রূপ, এবার দেখা যাবে ধ্বংসস্তূপ, জম্বি আক্রমণ ও ভয়াবহ লড়াই।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জয় মেহতার পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘প্রলয়’, যেখানে রণবীর-আলিয়ার জুটি আবারও পর্দায় জমবে। এর আগে এই জুটি ‘গল্লি বয়’ এবং ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’-তে দর্শকদের মন জয় করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন তারা।
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিরণ রাও
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে কোনো প্রচলিত নায়িকার চরিত্রে নয়, বরং এক বিধ্বংসী নারী চরিত্রে। গল্পের মূল কেন্দ্রে থাকবে তার চরিত্র, যেখানে রণবীরের সঙ্গে রোমান্সের চেয়ে লড়াই ও সংঘর্ষ অধিক গুরুত্বপূর্ণ। সিনেমার কাহিনিতে ফুটে উঠবে হিংসা, রক্তপাত এবং প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী বিধ্বস্ত সমাজের চিত্র।
বিজ্ঞাপন
বর্তমানে ছবির প্রাথমিক আলোচনা ও পরিকল্পনা চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রি-প্রোডাকশন শুরু হবে। শুটিং-এর জন্য রণবীর-আলিয়ার ক্যামেরার সামনে আসার সময় নির্ধারিত হয়েছে আগস্ট মাসে।
যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এই নতুন জম্বি থ্রিলার বলিউডে রণবীর-আলিয়া জুটির নতুন অধ্যায় হিসেবে দর্শক এবং সমালোচকদের জন্য বড় আকর্ষণ হতে পারে।








