বক্স অফিসে কত আয় করল ‘প্রজাপতি ২’

বড়দিনে মুক্তি পাওয়া দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ প্রথম তিন দিনের বক্স অফিস ফলাফলে প্রমাণ করলো, দর্শকদের মধ্যে ছবি দেখার আগ্রহ এখনও অপরিবর্তিত। উদ্বোধনী সপ্তাহান্তেই ছবিটি ব্যবসার ক্ষেত্রে বড়সড় চমক দেখিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত স্যাকনিল্কের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার (বড়দিন) থেকে শনিবার পর্যন্ত তিন দিনে ‘প্রজাপতি ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ রুপি। মুক্তির প্রথম দিনেই ছবিটি ৮২ লাখ রুপির ওপেনিং করেছে। শুক্রবার ও শনিবার ছবিটি যথাক্রমে ৩২ লাখ ও ৪৩ লাখ রুপি আয় করে, যা প্রথম তিন দিনের মোট সংগ্রহকে উল্লেখযোগ্য করেছে। ধারণা করা হচ্ছে, রবিবারের ব্যবসা যোগ হলে আয় আরও বড় অঙ্কে পৌঁছাবে।
আরও পড়ুন: অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন
বক্স অফিসের লড়াইয়ে দেবের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাদের নতুন বিগ বাজেট ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ প্রচারণায় প্রশংসিত হলেও তিন দিনের বক্স অফিস আয় মাত্র ৩১ লাখ রুপি—এটি দেবের ছবির একদিনের সর্বনিম্ন আয়ের থেকেও কম। ছবিটির তিন দিনের আয়ের ধারা ছিল যথাক্রমে ১৮ লাখ, ৬ লাখ ও ৭ লাখ রুপি।
বিজ্ঞাপন
এরই মধ্যে টলিউড কুইন কোয়েল মল্লিক-এর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিতিন মাসি’ সিরিজের নতুন কিস্তি ‘একটি খুনীর সন্ধানে’ একই দিনে মুক্তি পেয়েছে। প্রথম তিন দিনে ছবিটি আয় করেছে ৩৪ লাখ রুপি, যা শুভশ্রীর ছবির তুলনায় কিছুটা বেশি, তবে দেবের ছবির ব্যবসার সাথে তুলনীয় নয়।
বক্তব্যে টলিউড বিশেষজ্ঞরা বলছেন, দেবের দীর্ঘমেয়াদি জনপ্রিয়তা এবং সপ্রতিভ বিপণন কৌশল ‘প্রজাপতি ২’-কে এই প্রথম সপ্তাহেই বক্স অফিসে শীর্ষে তুলেছে। অন্যান্য নতুন মুক্তি পাওয়া ছবিগুলো আয়ের ক্ষেত্রে তার সঙ্গে টক্কর দিতে পারছে না।
বিজ্ঞাপন
ছবির দর্শকপ্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় দেখা গেছে, প্রথম দিন থেকেই দর্শকরা দেবের নতুন লুক এবং সিনেমার গল্পের সঙ্গে পরিচিত হতে আগ্রহী। এই উৎসাহ, বক্স অফিসের আয়ের সঙ্গে মিলিয়ে দেবের ছবি বড়দিনের বিশেষ হিট হিসেবে চিহ্নিত হচ্ছে।








