Logo

পাকিস্তানি উপস্থাপিকার প্রশ্নে হতবাক পলাশ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:২১
7Shares
পাকিস্তানি উপস্থাপিকার প্রশ্নে হতবাক পলাশ
ছবি: সংগৃহীত

পর্দায় ‘কাবিলা’ চরিত্রে জনপ্রিয় হলেও নোয়াখালীর মানুষের কাছে তিনি একজন আপন মানুষ—অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীতে জন্ম নেওয়া এই অভিনেতা আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ আঞ্চলিক ভাষা ও নিজস্ব অভিনয়ভঙ্গির মাধ্যমে শুধু দর্শকদের বিনোদনই দেননি, গর্বিত করেছেন নিজের জেলার মানুষদেরও।

বিজ্ঞাপন

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে নোয়াখালীভিত্তিক দল নোয়াখালী এক্সপ্রেস। এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন জিয়াউল হক পলাশ। সে কারণেই এবারের বিপিএলে নিয়মিতভাবেই মাঠে দেখা যাচ্ছে তাকে।

উল্লেখ্য, এবারের বিপিএল উপস্থাপনা ও ধারাভাষ্যে যুক্ত হয়েছে ভিন্নমাত্রার চমক। দেশীয় তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপকও যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টে। ফলে ক্রীড়াঙ্গনের সঙ্গে বিনোদন জগতের নানা মুহূর্ত মিলেমিশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।

বিজ্ঞাপন

এরই মধ্যে এমনই একটি ভিডিও নেটমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচ চলাকালে মাঠে অভিনেতা জিয়াউল হক পলাশকে ডেকে নেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস। নোয়াখালী দল ও ক্রিকেট ঘিরে কয়েকটি প্রশ্নের জবাব দেন পলাশ বেশ স্বাভাবিক ভঙ্গিতেই।

তবে হঠাৎ করেই উপস্থাপক এমন একটি প্রশ্ন করেন, যা শুনে রীতিমতো চমকে যান পলাশ। বিস্ময়ের সঙ্গে তিনি বলে ওঠেন, “ওহ মাই গড! তুমি রোকেয়াকে চেনো?”

উত্তরে জয়নব আব্বাস জানান, তিনি রোকেয়া চরিত্র সম্পর্কে জানেন। বিষয়টি শুনে কিছুটা অবাক হলেও হাসিমুখে পলাশ বলেন, “ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে আছি—নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।”

বিজ্ঞাপন

এই কথোপকথন মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট সিরিজে রোকেয়া চরিত্রটি বেশ রহস্যময়। তিনি কাবিলার প্রেমিকা হলেও কখনোই পর্দায় সরাসরি দেখা যায়নি, যা চরিত্রটিকে আরও কৌতূহলোদ্দীপক করে তুলেছে। অন্যদিকে, ইভা চরিত্রটি কাবিলা ও তার বন্ধুদের ‘ক্রাশ’ হিসেবে পরিচিত। নাচের শিক্ষিকা ইভা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পারসা ইভানা।

বিজ্ঞাপন

সব মিলিয়ে বিপিএলের মাঠে ক্রিকেটের পাশাপাশি জনপ্রিয় চরিত্র ও তারকাদের এই ধরনের হালকা মুহূর্ত দর্শকদের বাড়তি বিনোদন দিচ্ছে—যার প্রমাণ পলাশ ও জয়নব আব্বাসের এই আলোচিত কথোপকথন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD